Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
MSVSB (3rd Phase) এর ০২ দিন ব্যাপী Refresher প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বিস্তারিত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ‘মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ' (এমএসভিএসবি, ৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত কক্সবাজার জেলার নির্বাচিত ২০টি PSUতে তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত স্থানীয় মহিলা রেজিস্টার ও সুপারভাইজারদের ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ২৮-২৯/১২/২০২০ইং তারিখে জেলা পরিসংখ্যান অফিস, কক্সবাজারে অনুষ্ঠিত হয়। উক্ত প্রকল্পের অধীন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের শাপলাপুর মৌজাধীন পিএসইউ নং ০৪৩৪ এবং কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া মৌজাধীন পিএসইউ নং ০৪৩৩ হতে দুজন স্থানীয় রেজিস্টার ৩০/১২/২০২০ হতে ০৯/০১/২০২১ পর্যন্ত সময়ে বিভিন্ন তথ্য (খানা তালিকা, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, বহির্গমন, আগমন, এইচআইভি, প্রতিবন্ধ ফরম ইত্যাদি) সংগ্রহ ও হালনাগাদ কাজে নিয়োজিত থাকবে। প্রশিক্ষণ কর্মশালায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক উক্ত পিএসইউদ্বয়ের সকল জনসাধারণকে জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রকল্পের উদ্দেশ্য অর্জনের জন্য সার্বিক তথ্য প্রদানে আন্তরিক ও সচেষ্ট হওয়ার অনুরোধ করেন।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
28/12/2020
আর্কাইভ তারিখ
25/10/2026