Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Fainal report of agriculture census 2019 is published.
Details

 “ কৃষি শুমারি-২০১৯” এর চূড়ান্ত রিপোর্ট  ২৭ ডিসেম্বর ২০২২ খ্রি: , মঙ্গলবার   বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো  (বিবিএস) অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম.এ. মান্নান এমপি। বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাননীয় সচিব  ড. শাহনাজ আরেফিন এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন জনাব মো: মতিয়ার রহমান , মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো । শুমারির প্রতিবেদন উপস্থাপন করেন জনাব আলা উদ্দিন আল আজাদ প্রকল্প পরিচালক ,কৃষি শুমারি ২০১৯। বর্তমানে এ রিপোর্ট www.bbs.gov.bd তে পাওয়া যাচ্ছে।  

Images
Attachments
Publish Date
27/12/2022
Archieve Date
27/12/2032