Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস'র উপজেলা পর্যায়ে Stat4Dev প্রকল্পের Disaster prone Area Atlas তৈরীর লক্ষ্যে মহেশখালী উপজেলাতে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
Details
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অধীনে Stat4Dev প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। উক্ত প্রকল্পের মাধ্যমে Disaster prone Area Atlas তৈরীর লক্ষ্যে আগমী ০৫/১/২০২১ হতে ১২/১/২০২১ পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এর প্রেক্ষিতে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হবে। ঢাকা সদর দপ্তরের জিআইএস ইউনিটের জনবল মাঠ পর্যায়ে তখ্য সংগ্রহের কাজ করবে। বাংলাদেশ সরকারের এই গুরুত্বপূর্ণ কাজ সাফল্যমন্ডিত করতে জনসাধারণকে তথ্য সংগ্রহের কাজে সহায়তার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Images
Attachments
Publish Date
05/01/2021
Archieve Date
05/09/2048