Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মোহাম্মদ তাজুল ইসলাম, মহাপরিচালক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, কক্সবাজার জেলায় বিভিন্ন জরিপ কার্যক্রম সরেজমিন পরিদর্শনে আসেন।
Details
মোহাম্মদ তাজুল ইসলাম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, কক্সবাজার জেলার Pilot Survey on Sex, Age and Disability Disaggregated data (SADDD) for Disaster Risk Reduction and Climate Change Adaptation জরিপ, পাইকারি ও খুচরা ব্যবসায় জরিপ, হোটেল ও রেষ্টুরেন্ট সার্ভে এবং জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর মাঠ পর্যায়ে ওয়েব অ্যাপ্লিকেশন এর ফিল্ড টেষ্ট এর মাঠ পর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পরিবীক্ষণ করেন। এছাড়া তিনি কক্সবাজার জেলার বিবিএস এর কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
Images
Attachments
Publish Date
02/04/2021
Archieve Date
07/08/2048